Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় সেনাবাহিনী যেকোন ক্ষেত্রের যুদ্ধেই প্রস্তুত-লেফ্টেন্যান্ট জেনারেল এস কে সাইনি

pic source: indian army website

৪ এবং ৫  মার্চ- দুই দিন ধরে নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো প্রজ্ঞান সম্মেলন-২০২০ আলোচনাচক্র।  শেষ দিনের আলোচনাচক্রে- ভারতীয় সেনাবাহিনী যেকোন ক্ষেত্রের যুদ্ধেই প্রস্তুত বলে জানালেন সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এস কে সাইনি। 

প্রজ্ঞান সম্মেলন ২০২০র সমাপ্তি অনুষ্ঠানে শ্রী সাইনি বলেন, সেনাবাহিনীর ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রয়োজন, তবে তার ওপর নির্ভরতা কমাতে হবে।
PRAGYAN CONCLAVE 2020: INDIAN ARMY’S INTERNATIONAL

সম্মেলনের প্রথম অধিবেশনে ‘যুদ্ধ ক্ষেত্রে পরিবর্তন’ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ২১ শতকে যুদ্ধ ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে সেই বিষয়গুলি তুলে ধরেন বক্তারা। 

অধিবেশনের দ্বিতিয়ার্ধে ‘হাইব্রিড/সাব কনভেনশনাল ওয়ারফেয়ার’ বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতের জটিল যুদ্ধ পরিচালনা ক্ষেত্রে তিন বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্কস মিলে কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়েও বক্তব্য রাখা হয়।

source:pib 

Ad Code