pic source: coochbehar police fb

মঙ্গলবার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর এলাকায় ৩১নং জাতীয় সড়কে তুফানগঞ্জ থানার পুলিশ ৬০টি গাঁজার প‍্যাকেট উদ্ধার করে। 

জানা গেছে, গাঁজা ভর্তি ট্রাকটি দিনহাটা থেকে বলরামপুর হয়ে তুফানগঞ্জ-কোচবিহার রুট ধরে এদিন কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। 

গোপনসূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার তল্লাশি চালানো শুরু করে শিকারপুর এলাকায় ৩১নং জাতীয় সড়কে একটি মাছের বাক্স ভর্তি লরি আটক করে। 

ঐ লরি থেকেই ৬০ প‍্যাকেটে মোট ৪৫৫ কেজি গাঁজা উদ্ধার হয়। লরির চালক পালিয়ে গেলেও দুইজন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি নদীয়া জেলার হরিণঘাটা থানার ছোটো জাগুলিয়ায় বলে জানা গিয়েছে। ধৃত দুই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।