Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধমিকে দুটি বিষয়ে পাশ না করেও ভর্তি হওয়া যাবে কলেজে, বছর বাঁচাও প্রকল্প এই শিক্ষাবর্ষ থেকেই

pic source sheerid

উচ্চ মাধ্যমিকে সব কটি বিষয় ভালো পরীক্ষা দিলেও; ভাল হয়নি কোন দুটি পেপার পেপার। হয়তো এ বছর আর কলেজে ভর্তি হওয়া যাবে না। সব স্বপ্ন শেষ। একটা বছর নষ্ট হবে। কি বলবে বাড়ির লোক। এই ভেবেই চিন্তার পাহাড় সাজিয়ে ফেলে পরীক্ষার্থীরা। এবার থেকে আর ভাবনার প্রয়োজন নেই। দুটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও; কলেজে অনায়াসে ভর্তি হতে পারবেন।

উচ্চমাধ্যমিকে দুটি বিষয়ে ফেল করলেও; ভর্তি হওয়া যাবে কলেজে। চলতি শিক্ষাবর্ষেই নতুন নিয়ম কার্যকর হবে। 

বছর নষ্ট হওয়ার কোনও ব্যাপার নেই। ত্রিপুরাতে সম্প্রতি এমনই নিয়ম চালু হয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা এই খবর প্রকাশ্যে আনেন। তিনি জানান; চলতি বছর থেকে; 'বছর বাঁচাও' প্রকল্প চালু করেছে ত্রিপুরা সরকার। এই প্রকল্পের আওতায় দুটি বিষয়ে উত্তীর্ণ না হলেও; কোনও ব্যাপার নেই। কলেজে ভর্তি আটকাবে না।

তবে তার জন্য ফাইনাল পরীক্ষায় ১৫০ নম্বর পেতে হবে। আর রেজাল্ট বেরোনোর ৭৫ দিনের মধ্যে ওই দুই বিষয়ে; আবার পরীক্ষায় বসতে হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে; কলেজে পড়াশোনায় চালিয়ে যেতে পারবে পড়ুয়ারা; কোনও ব্যাঘাত ঘটবে না।

Ad Code