অরবিন্দ শর্মাঃ 

দিনহাটা জনজাগরন মঞ্চের সদস্যরা SDO-র মাধ্যমে DMকে স্মারকলিপি দেয় আজ।

স্মারকলিপি গ্ৰহন করেন প্রলয় মন্ডল ,DMC। দিনহাটা জনজাগরন মঞ্চের সদস্য হিটলার দাস,বিকাশ রায়,বিবেক রায়,অমল মজুমদার জানান ২৪ঘন্টা ই. সি .জি, ২৪ ঘন্টা ডিজিটাল এক্সরে, ২৪ঘন্টা প‍্যাথলজিক‍্যাল সার্ভিস, ২৪ ঘন্টা ব্লাড ব‍্যাঙ্ক পরিসেবা চালু রাখতে হবে। 

এছাড়া হাসপাতালে নাক,কান,গলা, চোখ ,দাঁতের আপারেশনর পরিকাঠামো থাকা সত্ত্বেও কোনো আপারেশন হয় না। তারা আরও জানান রোগী সহায়তা কেন্দ্রে যারা যারা আছেন তাদের কাজ কী ? তা বোঝা যাচ্ছে না। অল্পদিনের মধ্যেই মাঝ রাতে সিজার করা বন্ধ হয়। এই সমস্যা গুলি যাতে সমাধান হয় তার জন্য এই স্মারকলিপি। 

প্রলয় মন্ডল D.M.C সমস্যা সমাধানের আশ্বাস দেন।