বদলে গেল রাজ্যের দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ সংস্থা 'মাদার ডেয়ারি'-র নাম৷ জনপ্রিয় মাদার ডেয়ারির নাম পরিবর্তন করে রাখা হল বেঙ্গল ডেয়ারি ৷
একথা জানান রাজ্যের আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি এদিন জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে মাদার ডেয়ারি একটি প্রকল্প হিসেবে চলছিল। এবার থেকে পুরোপুরিভাবে সরকারি মালিকানাধীন কোম্পানি হিসেবে চলবে।
এই সংস্থা থেকে অনেক লাভ হচ্ছ বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তাই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তারা নাম পরিবর্তন করেছেন বলে জানান।
মাদার ডেয়ারি যেটা তৈরি হয়েছিল ১৯৭৪ সালে, হল একটি পুরোপোরি নিজস্ব সহায়ক একটি কোম্পানি এবং এটি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি) এর অধীনে রয়েছে। এর শাখাগুলি চারটি মেট্রো শহরে গড়ে উঠেছিল।
Social Plugin