মাস পয়লায় বেতন পেলেন না শিক্ষকরা l মাসের দ্বিতীয় দিনও তাঁদের বেতন হল না l এই নিয়ে শিক্ষক মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে l 


অনেকে আবার মনে করছেন 29 শে ফেব্রুয়ারী ও 1লা মার্চ দুইদিন শনিবার ও রবিবার হওয়ায় এরকমও হতে পারে l

এ নিয়ে শিক্ষা মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এরকম হওয়ার কথা নয়, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন l আর তারপরই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়।


এ দিন দুপুরের বেশ কিছু পরে ডিআই দের নির্দেশ, যেন তেন প্রকারেণ আজ অর্থাৎ ২ মার্চই দিতে হবে বেতন। শিক্ষা দফতরের কড়া নির্দেশ, 'বেতনের ব্যবস্থা করে তারপর বাড়ি যাবেন।'