এই রবিবার সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, এরকমই পোষ্ট হয়েছে নরেন্দ্র মোদীর সমস্ত রকম সোশ্যাল সাইটে l 

ইন্সট্রাগ্রাম, টুইটার, ফেইসবুক সমস্ত রকম সোশ্যাল সাইটে নরেন্দ্র মোদীর একাউন্ট থেকে ভেসে উঠেছে এই রকম তথ্য l 

ইনস্টাগ্রামে সাড়ে পাঁচ কোটি, ফেইসবুকে চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ্, টুইটারে তিন কোটি বাহান্ন লক্ষ্ ও ইউটিউবে পয়তাল্লিশ লক্ষ ফলোয়ার আছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি l 

কিন্তু কী কারণে তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে l 

বিরোধীরা বলছেন দিল্লীর ঘটনার যোগ্য উত্তর তিনি দিতে পাচ্ছেন না তাই তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন l 

বিশেষজ্ঞ মহল মনে করছেন সোশ্যাল মিডিয়া ছাড়লে ক্ষতি হবে দেশবাসীর কারণ তিনি সাংবাদিকদের সামনে আসেন না বললেই চলে, এটিই ছিল একমাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে দেশবাসী প্রধানমন্ত্রীর কথা শুনতে পারতোl

এখন দেখার আগামী রবিবার শুধু শ্যোসাল মিডিয়া থেকে দূরে থাকবেন না কি একেবারেই বাদ দেবেন। তাকিয়ে আছে সমস্ত নেটিজেন।