মন্দিরে প্রণামী দিতে গিয়ে দেখলেন খুচরো নেই। অথবা মানিব্যাগ সঙ্গে করে নিয়ে যেত ভুলে গেছেন। চিন্তা নেই-ডিজিটালি পেমেন্ট ব্যবস্থা আছে তো!

সংবাদ প্রতিদিনিরে খবর অনুযায়ী, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড লাগোয়া ফুটপাথে রয়েছে রমনা কালী মন্দির, সেখানেই আপনি ডিজিটালি টাকা দিতে পারেন। 

টিআইডি নম্বর-৩২৮৫০১০২। QR কোডের নিচে জ্বলজ্বল করছে লাইন দু’টি। পেমেন্ট ওয়ালেট বোর্ডের নিচে লাল রঙের প্রণামী বাক্স। কেউ সরাসরি বাক্সে টাকা ফেলছেন, তো কেউ বা আবার মোবাইলে QR কোড স্ক্যান করে মন্দিরের অ্যাকাউন্টে টাকা জমা করছেন। প্রণামী দেওয়ার দু’রকম ব্যবস্থাই মজুত ।

জানা গেছে ডিজিট্যাল জাদুতে বাক্সেও জোয়ার এসেছে। আয় বেড়েছে কয়েকগুণ। আগে মাসে মেরেকেটে সাত-আটশো টাকা জমা পড়ত। তবে QR কোডের দৌলতে এখন শুধু অ্যাকাউন্টেই সরাসরি জমা পড়ছে দু’-তিন হাজার।