করোনা সংক্রমণে জর্জরিত দেশ। মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দ্যেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন করোনার মোকাবিলায় বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন ঘোষণা করেন, করোনা আক্রান্তদের চিকিত্সায় ১৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই টাকা খরচ হবে স্বাস্থ্য ক্ষেত্রে। ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে। মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের কাজেও খরচ করা হবে বলে জানান তিনি।

"আজ রাত ১২টা থেকে সারা দেশ সম্পূর্নরুপে লক ডাউন করা হবে। হিন্দুস্থানকে বাঁচাতে, হিন্দুস্থানের মানুষকে বাঁচাতে লক ডাউন করা হবে। দেশের প্রতিটি রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চল লক ডাউন করা হবে। জনতা কার্ফু থেকে একধাপ এগিয়ে সকলকে বাড়ি থেকে  বেড়োনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।" জানালেন প্রধানমন্ত্রী। আজ থেকেই একটানা ২১দিন লক ডাউন দেশ।