"যারা আমাদের দেশকে ভাগ করার ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা করছে বা করছে তাদের মধ্যে আতঙ্ক বাড়াতে হবে এনএসজি-কে। যদি তারা তখনও না থামে তবে এনএসজি-র সমুচিত জবাব দেওয়া উচিত।" রাজারহাটে এনএসজি (NSG)-র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপের  নতুন ভবনের উদ্বোধন কর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো করে নারকেল ফাটিয়ে ভবনের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর রাজারহাটে চলে যান। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমেরিকা ও ইজরায়েলের পর সন্ত্রাসবাদীদের নজরে ভারতও। সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদীরা কৌশল বদল করেছে। দেশের সুরক্ষায় এনএসজি অভূতপূর্ব কাজ করছে।" 

অমিত শাহের দাবি, "নরেন্দ্র মোদির আমলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। এই সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। জঙ্গি মোকাবিলায় এনএসজি বিশ্বের থেকে দু’কদম এগিয়ে। বিশ্বে দেশকে এগিয়ে রাখতে চায় বর্তমান সরকার।"