Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাঙন থেকে দুরে

ভাঙন থেকে দুরে
গৌরাঙ্গ মণ্ডল



সব দোষ দৃষ্টিরও নয়
অন্ধকারের দাগ বড়ো বেশি সমতল লাগে




সুখ কত শোচনীয়, আমাদের
দেখা হওয়া বোঝে। দিক না বদলে নিলে
চোখে চোখ পড়ে না সহজে




আগুনে যে ভালো থাকে। তাকে জানি। সহ্যই সম্বল
ছুঁতে না পারাকে যদি গভীরতা বলো
আমাদের ছেড়ে আসা তবে কি অতল?

Ad Code