শনিবার শান্তিনিকেতনে প্রতীচী ট্রাস্ট আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এদিন তিনি দিল্লিতে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।  তিনি বলেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা যায় না। তিনি বলেন, পুলিশ অদক্ষ কি না বা হিংসা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রচেষ্টার অভাব ছিল কি না তা খতিয়ে দেখা উচিত। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি হিংসার ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন অমর্ত্য সেন। পুলিশের দক্ষতার অভাবে এমন ঘটনা ঘটেছে না কি হিংসা বন্ধে সরকারি নিষ্ক্রিয়তার অংশ হিসেবে পুলিশ তৎপর হয়নি, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়ছেন তিনি।

নোবেলজয়ী বলেন, "দিল্লি দেশের রাজধানী এবং এটি কেন্দ্র শাসিত। সেখানে যা ঘটেছে তাতে আমি চূড়ান্ত উদ্বিগ্ন। সেখানে সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয় এবং পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বা পুলিশ তার দায়িত্ব না পালন করে, তবে সেটা সত্যিই গভীর উদ্বেগের বিষয়। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।" 

তবে তিনি জানান, পুরো বিষয়টি বিশ্লেষণ না করে তিনি কোনও সিদ্ধান্ত নিতে চান না।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।