প্রেম ভালোবাসায় জড়িয়ে যুগল স্বপ্ন দেখে প্রতিটি সেকেন্ড যেন তাঁদের ভালোবাসায় চাঁদরে মোড়ে। প্রেমের টানে প্রাণ বিসর্জন কিংবা পরিবার-পরিজনদের ত্যাগ করতেও পিছপা হয় না প্রেমিক-প্রেমিকা যুগল। তেমনি, প্রেমের টান বাধা হতে পারেনি আন্তর্জাতিক সীমান্ত। বাংলাদেশী এক যুবকের টানে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে নিজের সোহাগের কাছে পৌঁছে যায় ভারতীয় যুবতি। কিন্তু, প্রেমের মর্ম বুঝতে পারে না কাঁটাতারের বেড়া আর নিয়মের ব্যতিক্রম ঘটায় না আন্তর্জাতিক সীমারেখা।
বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার আবুল মিয়ার ছেলে রুবেল শেখ (২২)-এর সাথে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পূর্ব থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে হল শিউলি খাতুন প্রেমের সম্পর্ক। শিউলি খাতুনের পিসির বাড়ি বাংলাদেশ। সেই সূত্রেই মাঝে মাঝে শিউলি তাঁর পিসির বাড়ি যেত। সেখানেই স্থানীয় বাসিন্দা রুবেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় সে। প্রেমিকের টানে অবৈধপথে বাংলাদেশে যাত্রা করে সে, তাই প্রেমিকের সঙ্গে থাকা হল না তাঁর। শিউলি বাংলাদেশ পৌঁছে যাওয়ার পর তার অভিভাবকরাই অভিযোগ জানায় বিএসএফ-এর কাছে। এরপরই বিএসএফ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালেই তৎপর হয় বিজিবি। অবশেষে খুঁজে পাওয়া যায় শিউলিকে। পরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় সোমবার দুপুরে ফুলবাড়ীর গংগাহাটের অজোয়াটারি গ্রামের প্রাক্তন ইউপি সদস্য জামাল উদ্দিনের বাড়ি থেকে শিউলিকে উদ্ধার করে বিজিবি।
সোমবার বিকেলে লালমনিরহাটে বিজিবির কাশীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জহিরুল ইসলাম ও ভারতীয় ৩৮ কোম্পানি বিএসএফ কুর্শাহাট ক্যাম্পের কমান্ডার এসআই যতীন্দ্র সিংয়ের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই শিউলিকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি।
Social Plugin