নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চারদিনে শেষ হয়েছিল। দ্বিতীয় টেস্ট অতদুর গড়ালোই না। তিনদিনে ম্যাচ পকেটে পুড়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিলো নিউজিল্যান্ড। ওয়ান ডে সিরিজের পর টেস্ট সিরিজেও হারল ভারত।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত ২৪২ রানে শেষ করে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে আটকে দেয়। সাত রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি ভারতের। ৪৬ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। মাত্র চারজন ব্যাটসম্যান দুই অংকের রান পেয়েছেন, সর্বোচ্চ চেতেশ্বর পূজারার ২৪ যিনি প্রথম ইনিংসেও ৫৪ রান করেছিলেন। এই টেস্টের দুই ইনিংসে অধিনায়কের অবদান মাত্র ৩ ও ১৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট খুইয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে সাত উইকেটে যেতে নিউজিল্যান্ড। অর্ধশতরান করেন দুই ওপেনার টম লাথাম (৫২) ও টম ব্ল্যান্ডেল (৫৫)।
ম্যাচের সেরা হয়েছেন কাইল জেমিসন। সিরিজ হারের জন্য ব্যাটিং কেই দায়ী করেছেন বিরাট কোহলি।
Social Plugin