প্রশান্ত কিশোর ফর্মুলা - নরেন্দ্র মোদী এই ফর্মুলা দিয়ে পাশ করেন দেশের নির্বাচনী যুদ্ধ ২০১৪তে। বলতে গেলে ভারতীয় রাজনীতির অন্দরে ঢুকে পড়া প্রশান্ত কিশোরের সেই প্রথম, মোদীজির হাত ধরে। আর আজ তাঁকে বগলদাবা করে নির্বাচনী প্রচারে বিজেপিকে দিল্লিতে ধরাশায়ী করলেন অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি। আর তাঁর ফর্মুলা দিয়ে বাংলায় বিজেপিকে বিপাকে ফেলতে চাইছেন মমতা ব্যানার্জী।
তাই পিকে-কে Z ক্যাটেগরির নিরাপত্তা দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। গোটা দেশজুড়ে প্রশান্ত কিশোর যেভাবে সাফল্য পাচ্ছেন, তাতে তাঁকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর ওপর হামলা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা । তাই প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে যাতে কোনও আপোষ না করা হয়, তেমনই নির্দেশ জারি হয়েছে নবান্নের তরফে।
টাইমস নাও-এর খবর অনুযায়ী জানা গিয়েছে, Z ক্যাটেগরির নিয়ম অনুযায়ীই তাঁর কনভয়ে নিরাপত্তা প্রদান করা হবে। পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
গত লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলকে প্রবল চাপে ফেলে ১৮ আসন জিতে ব্যাপক উত্থান ঘটিয়েছে বিজেপি। সেই সূত্রেই ২০২১ সালে এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য এখন থেকেই রণকৌশল তৈরি করছে তারা। আর সেখানেই বাধা হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর।
Social Plugin