গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত দিনহাটা ২নং ব্লকের নয়ারহাট এলাকায়। কার দখলে থাকবে এলাকা, এ নিয়েই নিজেদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে নয়ারহাটে। এই গোষ্ঠী কোন্দলের জেরে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও জেলাপরিষদের কৃষি কর্মাদ্যক্ষ মীর হুমায়ন কবিরের অনুগামীদের মধ্যযে এলাকা দখল নিয়ে এই সংঘর্ষ হয়। প্রকাশ্যে বোমা- বাজি ও গুলি চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনার জেরে আহত হয় ১ জন। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। 

উদয়ন গুহের অনুগামীরা আজিজুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িতে থাকা মোটর বাইক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পৌছায় দমকল ও আগুন নিয়ন্ত্রণে আনে। 

এই ঘটনার জেরে প্রশাসনের তরফ থেকে নামানো হয় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নয়ারহাট বাজারে বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা ঘটনার তদন্তে করছে পুলিশ।