Pic source:24ghanta

কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে উপাচার্য-আচার্য সংঘাত পৌঁছায় চরমে। আমন্ত্রণ না পেয়ে উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ করেছেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনেকড়।

উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়ের পাশে দাঁড়াতে সোমবার বৈঠকে বসে উপাচার্য কাউন্সিল। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি, সহ সভাপতি, সচিব সহ রাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। 





পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কে উপাচার্য পরিষদ। বৈঠক শেষে ডাকা সাংবাদিক সম্মেলনে কাউন্সিল জানায়, পঞ্চানন বর্মার উপাচার্যকে শোকজের সিদ্ধান্ত অনুচিত। ক্লিনচিট দেয় পঞ্চানন বর্মার উপাচার্যকে।

তবে, এবার প্রশ্ন উঠছে কাউন্সিলের ভূমিকা নিয়ে। সাংবাদিক বৈঠকের প্রথমেই জানিয়ে দেন তাঁরা কোনো প্রশ্নের উত্তর দেবেন না। 

উপাচার্য পরিষদ ক্লিনচিট দেওয়ায় ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। 

তবে কি উপাচার্য পরিষদ মনে করছে, সত্যি দেবকুমার মুখোপাধ্যায় রাজ্যপালকে সমাবর্তনে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন? রাজ্যপালের দাবি করেছেন, তিনি আমন্ত্রণ পাননি। তবে, কি মিথ্যে বলছেন ধনেকড়? তবে কী শিক্ষা দফতর থেকেই চিঠি লোপাট হয়ে গেল? প্রশ্ন ঘুরপাক খেলেও কোনোরুপ উত্তর না দিয়েই সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যান উপাচার্য পরিষদের সকলেই।