দিনহাটা :আজ জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলছে মাধ্যমিক পরীক্ষার্থীরা।স্বাভাবিক ভাবেই মনে ভয় কাজ করে।


পরীক্ষার প্রথম দিন হওয়ায় অনেক আগেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়।সকাল ১১.১৫ তে দিনহাটা গার্লস হাইস্কুলের গেট খোলায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মনে অসন্তোষের দানা বাঁধে ও অনেক অভিভাবক বিক্ষোভও দেখান।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

পরবর্তীতে পুলিশের মধ্যস্থ্যতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- রাস্তার কাজে যাতায়ত বন্ধ থাকায় হেনস্থার শিকার মাধ‍্যমিক পরীক্ষার্থীরা


আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন