ভাঙা ডানা
নীলাঞ্জন খাসনবিশ

স্লোগান কিংবা ক্যান্টিনেতে
মগ্ন যখন তোমার খোঁজে
বখাটে ছেলে পিছন ঘুরেছে
তোমায় দেখেই শান্তি আসে।

বৃষ্টি ভেজা দুপুর দিনে
আমোদ প্রমোদ আয়োজনে
সন্ধ্যেবেলা তোমায় খুঁজি
একরত্তি শান্তি আসে।

সন্ধ্যেবেলা সেই যে হাঁটা,
কলেজ জুড়ে চাপের খাতা।
টিপ্পনীর সব হিসেব নিকেশ
এক নিমেষে মুছেই যাওয়া।

শীতঘুমেতে কাটছে বেলা
সন্ধ্যে নামে মেঘের খেলা
খোঁজ খবরে কাটবে এমন
শান্ত শীতল দুপুরবেলা।

মনে পড়া সব পিছুটানেরা
কেমন যেন নাছোড়বান্দা
রাজপথেতে  আবার দেখা
হবেই জেনো প্রিয়তমা।

দিনখানেক মনেই রেখো।
ভুলেছো যা ভোলার মতো।
ভুল ছিল সে প্রথম দেখা
মিথ্যে তবে মিথ্যে ভেবো।


মনের পাড়ার সেই ছেলেটা,
হারিয়ে গেছে কোথাও একটা।
ফিরতে চেয়ে মনের খাতা
মেঘ পাঠিয়ে করছে ফাঁকা।
বোঝাতে দারুন চায় সে কথা
রয়েছে কেবল ভাবনা হয়ে
ভাঙা ডানার হারিয়ে যাওয়া