উত্তরের গুণী সুজন রঞ্জন দাস
শুভাশিস দাশ
উত্তরের একজন অন্যতম অভিনেতা রঞ্জন দাস । এই গুনী শিল্পী প্রচারের আলো থেকে অনেক দূরে । অথচ তাঁর অভিনীত নাটক উত্তরের অনেক মঞ্চ আলোকিত করেছে ।
ছোটবেলা থেকেই অভিনয় ছিল পছন্দের । অনেক প্রতিকূল অবস্থা সত্বেও ভাটা পড়েনি তাঁর শিল্প চর্চায় । অভিনয়ের সাথে লোকগান তাঁর কণ্ঠে প্রাণ পায় ।
মঞ্চে অভিনয় করে পুরস্কার যতটা পেয়েছেন তার থেকে অনেক বেশি পেয়েছেন দর্শকদের কাছ থেকে । তাঁর কথায় দর্শকরা আমাকে যে উপহার দিয়েছেন তা ভোলার নয় ।
পঞ্চাশোর্ধ এই অভিনেতা বাকী জীবনটা অভিনয়ের সাথেই কাটাতে চান । আমরাও চাই তিনি বহুদিন আমাদের মধ্যে থেকে অভিনয় করুন জোড় গতিতে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊