দিনহাটা ১নং ব্লক SFI - DYFI লোকাল ও আঞ্চলিক কমিটি সমূহের ডাকে দিনহাটা ১নং ব্লক ডেভেলোপমেন্ট অফিসে তিনদফা দাবি নিয়ে সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ একটি ডেপুটেশন কর্মসূচী সংঘঠিত হয়। উক্ত ডেপুটেশনে দিনহাটা ১নং ব্লকের SFI - DYFI লোকাল ও আঞ্চলিক কমিটির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 

দাবি সমূহ: 

১) দিনহাটার পুঁটিমারিতে স্টেডিয়ামের জন্য চিহ্নিত জমিতে পূর্নাঙ্গ স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম গড়ে তুলতে হবে। 

২) গোসানীমারীতে ঐতিহাসিক খেন রাজত্বের খনন কার্য পুনরায় শুরু করার জন্য অার্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রশাসনিক আবেদন। 

৩) দিনহাটার তুত ফার্ম - কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্রের পুনঃজীবন ঘটিয়ে কর্মসংস্থানমুখী করতে হবে।