pic source: financial express
আগামি ২৪শে ফেব্রুয়ারি সোমবার দুদিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে সরাসরি আহমেদাবাদে পৌঁছে যাবেন ট্রাম্প। দেশের প্রধানমন্ত্রী নিজেই ট্র্যাম্পকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিমানবন্দরে। আর, এরপরেই মোদী- ট্র্যাম্পের রোড শো কর্মসূচী। সেই নির্ধারিত রোড শো থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানীর নাম বাদ গেলো। 

মুখ্যমন্ত্রী বিজয় রুপানী রোড শো-এ উপস্থিত থাকতে চাইলেও ট্র্যাম্পের ভারত সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন গুপ্তচর সংস্থা মুখ্যমন্ত্রীকে রোড শো থাকায় অনুমতি দেয়নি। ভারতে আসার পর সিআইও ও বিশেষ কম্যান্ডো বাহিনী ট্র্যাম্পের নিরাপত্তার দায়িত্ব নেবে। তবে, এদিনের এই রোড শো চলাকালীন নিরাপত্তার ব্যাপারটা মার্কিন গুপ্তচর সংস্থা দেখবে। এমনকি, ট্র্যাম্পের রোড শো-এ কোন ব্যক্তির গাড়ি থাকবে তাও সিদ্ধান্ত নেবে সিআইও।