প্রাক্তন
বিদুষী পাল
আমি সত্যি প্রেমিকা হতে চেয়েছিলাম,
একটা ভালোবাসা নিয়ে অহংকার করতে চেয়েছিলাম,
চূর্ণ গেলো সব অহংকার,
ভাঙা পড়ে রইল কাচের দুয়ার;
তাতে আসতেও ব্যথা আর যেতেও!
একটা প্রেমের ভাঙা দুয়ার,
আরেকটা শুধুই পাশে থাকা!
প্রেম বলি বা ভালোবাসা;দুটোই অবৈধতা!
ভালোবাসতেও সামাজিক পরিচয়পত্র লাগে,
ভালো থাকার পত্রটা ভুল রাস্তায় কেন থাকে!
কেন-ই বা ভুল মানুষকে মন ভালোবাসতে চলে?
কেন এই ভালোবাসা;
কেনই বা ভুল সব আর কিছু সঠিক!
কেন এই মন অদৃশ্য হয়েও এত দৃশ্য?
আমি এক সত্যিকারের প্রেমিকা হতে চেয়েছিলাম,
প্রেমিকা নয়;
আদৌতে এক পরিপূর্ণ প্রাক্তন হয়ে গেলাম।
বিদুষী পাল
আমি সত্যি প্রেমিকা হতে চেয়েছিলাম,
একটা ভালোবাসা নিয়ে অহংকার করতে চেয়েছিলাম,
চূর্ণ গেলো সব অহংকার,
ভাঙা পড়ে রইল কাচের দুয়ার;
তাতে আসতেও ব্যথা আর যেতেও!
একটা প্রেমের ভাঙা দুয়ার,
আরেকটা শুধুই পাশে থাকা!
প্রেম বলি বা ভালোবাসা;দুটোই অবৈধতা!
ভালোবাসতেও সামাজিক পরিচয়পত্র লাগে,
ভালো থাকার পত্রটা ভুল রাস্তায় কেন থাকে!
কেন-ই বা ভুল মানুষকে মন ভালোবাসতে চলে?
কেন এই ভালোবাসা;
কেনই বা ভুল সব আর কিছু সঠিক!
কেন এই মন অদৃশ্য হয়েও এত দৃশ্য?
আমি এক সত্যিকারের প্রেমিকা হতে চেয়েছিলাম,
প্রেমিকা নয়;
আদৌতে এক পরিপূর্ণ প্রাক্তন হয়ে গেলাম।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin