কিছুদিন যাবৎ বানেশ্বর মন্দির সংলগ্ন পুকুর থেকে কচ্ছপ চুরির ঘটনা শোনা যাচ্ছিলো, নিরাপত্তা থাকা সত্বেও কিভাবে চুরি হচ্ছে তা নিয়ে চিন্তায় ছিল স্থানীয়রা l 

গত বুধবার কচ্ছপ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো স্থানীয় এক যুবক l বানেশ্বর শিব মন্দির কোচবিহার জেলার অন্যতম দর্শণীয় স্থান, হাজার হাজার পূর্নাথী প্রতি বছর এখানে আসেন, এখানের অন্যতম আকর্ষণ সংলগ্ন পুকুরের কচ্ছপ l 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222



স্থানীয়দের মতে এই পুকুরে অনেক কচ্ছপ ছিল কিন্তু  কচ্ছপ সংখ্যা অনেক কমে গেছে l পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি শিক্ষকপল্লীর বাসিন্দা, এখন তিনি পুলিশ হেপাজতে আছেন l