![]() |
pic source: toi |
পথ দুর্ঘটনায় গুরুতর আহত সংগীত শিল্পী সৌমিত্র রায় । জানা গিয়েছে, গতকাল সোমবার বিকেলে উইপ্রো মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। বর্তমানে বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওইদিন বিকেলে ইকোপার্কের দিক থেকে নেমে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সৌমিত্র রায়। উইপ্রো মোড়ের কাছে সেতুতে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। এরপরই ছিটকে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেয় গাড়িটি।
গুরুতর আহত হন সৌমিত্রবাবু। বিধাননগর থানার পুলিশ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই সেখানে চিকিৎসা শুরু হয়েছে সৌমিত্রর। হাসপাতালের তরফে জানা গিয়েছে, বুকে ও পায়ে গুরুতর চোট রয়েছে তাঁর। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊