সৌরভ চক্রবর্তীঃ
জি এস আই এক প্রেস বিবৃতিতে জানিয়েছে,শোনভদ্রের ৩৩৫০ টন মজুত সোনার খবরের প্রকাশের দয়িত্ব তারা নিচ্ছে না। তারা বলছে, পাওয়া গেছে ৫২,৮০৬.২৫ টন স্বর্ণ আকরিক, যার থেকে টন প্রতি ৩.০৩ গ্রাম মানে সর্বমোট ১৬০ কেজি সোনা পাওয়া যেতে পারে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় - উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় ৩৩৫০ টন মজুত সোনার খনির সন্ধান পাওয়া গেছে, এই খবরটিকে জি এস আই অস্বীকার করছে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
আজ ২২.০২.২০২০ তারিখে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর, ২৭ জহরলাল নেহেরু রোড, কলকাতা ১৬ থেকে, ডিরেক্টর এবং পি আর ও, আশীষ কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তাতে বলা হচ্ছে, শোনভদ্রে ৩৩৫০ টন মজুত সোনার বিষয়টি ঠিক নয়, ঘটনা হলো ডিরেক্টর অব জিওলজি এ্যান্ড মাইনিং, উত্তর প্রদেশ এর কাছে অনুসন্ধানের যে প্রতিবেদন জমা পড়ে তাতে বলা হয় - শোনভদ্র জেলার শোনপাহাড়ি অঞ্চলের ১৭০ মিটার সাব ব্লক এইচ এ ৫২,৮০৬.২৫ টনের স্বর্ণ আকরিকের মজুত ভান্ডার পাওয়া গেছে যেখান থেকে টন প্রতি ৩.০৩ গ্রাম সোনা পাওয়া যাবে এবং সর্বমোট তা হবে ১৬০ কেজি।
এনিয়ে জি এস আই এবং ডাইরেক্টরেট অব জিওলজি এ্যান্ড মাইনিং যৌথভাবে লক্ষ্ণৌতে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছে।
Social Plugin