Latest News

Ad Code

কলকাতায় ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে জোড়া বিক্ষোভ বামপন্থী সংগঠনের

pic source: left front daily fb page 
সোমবার ভারতের মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। কলকাতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে জোড়া বিক্ষোভ বামপন্থী সংগঠনগুলোর। বিক্ষোভ মিছিলের সাথে সাথে মার্কিন প্রেসিডেন্টের কুশপুতুলও দাহ করা হয়। 

দক্ষিণ কলকাতার মার্কিন দূতাবাসের দিকে একটি মিছিল এগোতে থাকলেও পুলিশ ইন্ডিয়ান মিউজিয়ামের সামনেই মিছিলটি আটকে দেয়। বামপন্থী শ্রমিক ও ছাত্র সংগঠনগুলোর ডাকে ধর্মতলা থেকে এই জোড়া প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল।ট্র্যাম্পকে স্বেচ্ছাচারী আখ্যা ও ট্রাম্প সরকারের গৃহীত নীতির-বিরুদ্ধে স্লোগান ওঠে এই মিছিলে। মিছিলের নেতৃত্ব দেয় সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিমকে।
এদিকে পৃথক একটা প্রতিবাদ মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে এই মিছিলের গন্তব্য ছিল মার্কিন দূতাবাস। সেই মিছিল পুলিশ আটকে দেয় আর্ট কলেজের সামনে। 













আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

Ad Code