SER19,২৪ ফেব্রুয়ারি, মেদিনীপুর:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজ ভারত সফরে আসা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু আপ্যায়নে এদেশের জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকার ১০০ কোটিরও বেশি পরিমাণ টাকা অবাধে জলের মত অপচয় করার প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের ডাকে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছিল। তারই অঙ্গ হিসেবে মেদিনীপুর শহরেও বিক্ষোভ প্রদর্শিত হয়। 
শিলিগুড়িতে


কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ইউ সি আই দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক কমরেড নারায়ন অধিকারী,জেলা কমিটির সদস্য কমরেড দীপক পাত্র,মেদিনীপুর লোকাল কমিটির সদস্য কমরেড মানিক পড়িয়া,শীর্ষেন্দু সাসমল প্রমুখ। 
কলকাতায় 

এই বিক্ষোভ কর্মসূচি বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জেলাশাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায় এবং সেখানেই ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। কুশপুতুলে অগ্নিসংযোগ করেন কমরেড নারায়ন অধিকারী। 

তিনি বলেন “ গোটা বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী দাঙ্গাবাজ ট্রাম্প এবং তারই শরিক এদেশের সাম্প্রদায়িক ভাতৃঘাতী দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর সমস্ত পর্যায়ের সাধারন মানুষদের জীবন বিপর্যস্ত করার যে ঘৃণ্য ষড়যন্ত্র,এই আলাপচারিতা তারই অংশবিশেষ। এর প্রতিবাদে সারা দেশজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি ”।