Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রাইভেট টিউশন নিয়ে জারি হল নির্দেশিকা



মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর ক্ষেত্রে জারি হল নির্দেশিকা।


পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক প্রাথমিক স্কুলের স্কুল শিক্ষকদের কে মুচলেকা দিতে হবে এই মর্মে যে তারা কোনভাবে অনৈতিক প্রাইভেট টিউশন এর সঙ্গে যুক্ত নেই। 

এই মুচলেকা কপি প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষক এবং অশিক্ষক  উভয়কেই ।

তবে কত তারিখের মধ্যে এই মুচলেকা জমা করতে হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

Ad Code