আগামী ১৮-২১ মার্চের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ এর মধ্যে দুটো টি২০ ম্যাচের আয়োজন করেছে। এই দুই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলি, মহম্মদ শামি, শিখর ধাওয়ান ও কুলদীপ যাদবের নাম পাঠিয়েছিলেন বিসিবিতে। তার সঙ্গে যোগ করা হয়েছে ঋষভ পন্থ ও লোকেশ রাহুলকে। যদিও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারন ইডেনে ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচটি খেলবে ভারত। যাঁরা সেই দলে থাকবে তাঁদের পক্ষে ওই সময়েই বাংলাদেশে ম্যাচ খেলাটা মুশকিল। প্রসঙ্গত এশিয়া একাদশের ঘোষিত দলে জায়গা হয়নি কোনো পাকিস্তানী ক্রিকেটারের।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
এশিয়া একাদশের ঘোষিত দলটি হল:
এশিয়া একাদশ: বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহিম, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মুজিব উর রহমান।
বিশ্ব একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, নিকোলাস পুরান, রস টেলর, জনি বেয়ারস্টো, কায়রন পোলার্ড, আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লেনাঘান। (কোচ-টম মুডি)
Social Plugin