Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই দিনে পাঁচটি গন্ডারের মৃত্যু জলদাপাড়ায়

 

গত আটচল্লিশ ঘন্টায় পর পর পাঁচ টি গন্ডারের মৃত্যু জলদাপাড়া অভয়ারণ্যে।  প্রাথমিক ধারণায় এনথ্রাক্স বলে দাবী করেছেন পশু চিকিৎসক দল। এই প্রথম এতো অল্প সময়ে এতগুলো গন্ডারের মৃত্যু খবর পাওয়া গেলো। প্রাথমিকভাবে এনথ্রাক্স ধরে নিয়ে বাকি গন্ডারগুলির টীকাকারণ শুরু হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর। 

Ad Code