Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়শাকদলে NRC,CAA এবং NPR এর বিরুদ্ধে 'মানব বন্ধন'


আজ বড়শাকদলে NRC,CAA এবং NPR এর বিরুদ্ধে আয়োজিত হলো 'মানব বন্ধন' কর্মসূচী।

বড়শাকদল অঞ্চল তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে হাত ধরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন প্রসঙ্গে বড়শাকদল তৃনমূল নেত্রী মুক্তি রায় জানান- "আজকে বড়শাকদল এলাকায় সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের বিভ্রান্তিমূলক ও বৈষম্যমূলক NRC, CAA নীতির বিরুদ্ধে মানববন্ধনে সামিল হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে বাংলার মানুষ বাংলার ঐতিহ্য পরম্পরা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বদ্ধ পরিকর। কেন্দ্রীয় সমস্ত চক্রান্ত ব্যর্থ করে ২০২১ সালে মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসবে এবং সাথে সাথে বাংলার উন্নয়ন ত্বরান্বিত হবে।"

এ প্রসঙ্গে গ্রামপঞ্চায়েত প্রধান তাপস দাস জানান কি জানালেন-শুনুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code