আজকের সময়ে যে অ-সুখের মাঝে রয়েছি আমরা, যে নিকষ কালো গ্রাস করেছে আমাদের সকলকে, সেই সময়ে শিল্প কী বাতুলতা? না, তা একেবারেই নয়। প্রতিবাদের হাতিয়ার শিল্পের জঠরেই রয়েছে।
আজ, ২৩শে ফেব্রুয়ারি, সৃজন শিলিগুড়ি আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যায় সেই কঠিন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে এক শিল্পীত সাংস্কৃতিক প্রতিবাদ ধ্বনিত হল।
উপস্থিত ছিলেন সকলের কাছে অতিপরিচিত শিল্পী মৌসুমী ভৌমিক,তার পরিচিত ভঙ্গিতে। তার গানে আবারো সমাজের চারিধারের অবদমিত অসহায়তা খুঁজে পেল উপস্থিত শ্রোতা। ছিল লালিগুরাস -এর শিল্পীরা, ছিল Alternative Voice . শৌভিক ঘোষ, আদিত্য ঘোষ, রিকি,তথাগত - সকলের গানে বর্তমানের নিত্য বাস্তব, ভয়ংকর বাস্তবকে ছুঁয়ে নিতে নিতে সন্দিহান হলেন সকলেই। সময় যে বড় কঠোর। এ সময় বড় সুখের সময় নয় দেশে NRC-CAA-NPR নিয়ে ধ্বনিত প্রতিবাদের আবহে এই সাংস্কৃতিক প্রতিবাদ অতি প্রয়োজনীয় বোলে মনে করেছেন উপস্থিত ব্যক্তিবর্গ।
Social Plugin