Latest News

6/recent/ticker-posts

Ad Code

জিরানপুর অঞ্চলে 208 নং বুথে দিদিকে বলো কর্মসূচি

দিদিকে বলো কর্মসূচিকে মাথায় রেখে কোচবিহার  নাটাবারি বিধানসভার ১নং ব্লকের জিরানপুর অঞ্চলে 208 নং বুথে দিদিকে বলো কর্মসূচি অনুষ্ঠিত হল আজ। 

উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা নাটাবারি বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ । এছাড়াও উপস্থিত ছিলেন জিরানপুর অঞ্চল সভাপতি তপন বর্মন কার্যকরী সভাপতি সঞ্জীব কুন্ডু সহ ছাত্র নেতা কিংশুক দেব ,মফিজুল সরকার,সেলিম রানা,মানিক ভাড়ালি, নিলয় দেব, অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

রবিবাবু জানিয়েছেন দিদিকে বল কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের অভাব অভিযোগ জানার ও তা দূর করার চেষ্টা করছি।দিদিকে বলার মধ্যে অনেকে অনেক সমস্যার সমাধান পেয়েছে।

অঞ্চল সভাপতি তপন বর্মন জানান জিরানপুর বাসী তাদের বিভিন্ন অসুবিধা সরাসরি বাংলার জননেত্রী কাছে পৌঁছে দিতে পারছেএবং মন্ত্রী নিজে উপস্থিত থেকে তার সমাধান করার চেষ্টা করছেন। 
কার্যকরী সভাপতি সঞ্জীব কুন্ডু জানিয়েছেন এই কর্মসূচির মাধ্যমে আমরা আরো জনগণের কাছে পৌঁছে গেলাম ।

Ad Code