" অমর একুশে " আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো নিগমনগর বিদ্যাসাগর কোচিং সেন্টারে
SER - 20 : " আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ - শে ফেব্রুয়ারী আমি কি ভুলতে পারি "
এই কথাটিকে স্মরণে রেখে সবাই ভাষা বীর শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং সেই বীর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করলো ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ।
শ্রদ্ধা জ্ঞাপন এর পরেই শ্রেণীকক্ষে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান সংগঠিত হয় । অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো সমবেত সংগীত, সমবেত আবৃত্তি এবং শিক্ষক দের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতা ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের মাননীয় প্রধান শিক্ষক দীপক পাল (বিজ্ঞান কর্মী) মহাশয়, সেন্টারের প্রবীণ শিক্ষক পরিমল ভৌমিক মহাশয় ছাড়াও নিটন কুমার রায় মহাশয়, সৌরভ সাহা মহাশয় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক দীপক পাল মহাশয় ২১ -শে ফেব্রুয়ারীর গুরুত্ব সুন্দর ভাবে আলোকপাত করেন ছাত্রছাত্রীদের মাঝে। সেন্টারের প্রবীণ শিক্ষক পরিমল ভৌমিক মহাশয়ও এই দিনটির গুরুত্ব সুন্দর ভাবে আলোকপাত করেন সকলের মাঝে। ছাত্র ছাত্রীরা প্রবল উৎসাহ এর সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি শেষ হয় ছাত্রছাত্রী দের অংশগ্রহণ এর মধ্যে দিয়ে ।
এছাড়াও দীপক পাল মহাশয় বলেন "আমাদেরকে লালন পালন করেন আমাদের মা আমার মায়ের ভাষা বাংলা, এই ভাষা শ্রদ্ধা বা রক্ষার দায়িত্ব আমাদের। অন্যন্য ভাষা শেখার আগে বাংলা ভাষা শেখার গুরুত্ব সব চাইতে বেশী।আমার মা যেভাবেই কথা বলুক ভাষাটা তার বাংলা, সেই কারণে এই দিন টি বাঙ্গালীর গর্ব।"
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin