গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী ৷ প্ৰধানমন্ত্রী মোদীর সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে ৷ ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে উদ্বোধন হচ্ছে আমদাবাদের 'সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম' ৷ বিশ্বের মানচিত্রে অন্য জায়গা করে নেবে মোদীর এই ‘ড্রিম প্রোজেক্ট’৷ মঙ্গলবার নবনির্মিত আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের এরিয়াল ভিউ প্রকাশ করল BCCI ৷
রবিবার বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকের পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ডে-নাইট টেস্ট খেলবে ভারত ৷ এটি হবে ভারতের মাটিতে দ্বিতীয় গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ৷
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের খুঁটিনাটি:
১. সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের অপর নাম মোতেরা স্টেডিয়াম৷
২. এই স্টেডিয়ামে দর্শকাসন ১ লক্ষ ১০ হাজার৷ তবে ট্রাম্পের উদ্বোধনের সময় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ৷
৩. দর্শকদের যাতায়তের জন্য ১৬টি রাস্তা মিশেছে স্টেডিয়ামের মুল রাস্তার সঙ্গে৷ এর জন্য খরচ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা৷
৪. স্টেডিয়ামটি বানাতে খরচ হয়েছে মোট ৮০০ কোটি টাকা৷
৫. সর্দার বল্লভভাই ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে থাকছে লাগোয়া দু’টি ছোট ক্রিকেট মাঠ৷ তবে মুল স্টেডিয়ামে থাকছে চারটি ড্রেসিংরুম৷ ক্লাব হাউজ ছাড়াও থাকছে ৭৫টি এয়ারকন্ডিশনিং কর্পোরেট বক্স৷
৬. ক্লাব হাউজে থাকছে ৫৫টি রুম৷ পাশাপাশি থাকছে ইন্ডোর ও আউটডোর স্পোর্টসের সুবিধা৷ এছাড়াও রেস্তোয়াঁ, অলিম্পিক সাইজের সুইমিং পুল৷ জিমন্যাসিয়াম এবং পার্টি এরিয়া৷
৭. স্টেডিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে আমদাবাদ মেট্রো৷
৮. স্টেডিয়ামে থাকছে অত্যাধুনিক পার্কিং লট৷ যেখানে রাখা যাবে ৩ হাজার চার চাকার গাড়ি এবং ১০ হাজার দু’চাকার গাড়ি৷
Social Plugin