উত্তরের গুণী সুজন কবি জাকির হোসেন স্মৃতিজিৎ
শুভাশিস দাশ
এই সময়ের একজন নির্ভীক কাব্য সৈনিক জাকির হোসেন । নিছক কবিতা নয় , কবির কলমে যে ধার আছে তা তাঁর কবিতা পড়লেই বোঝা যায় । উত্তরের চাতালে এবং উত্তর ছাড়িয়ে আরো অনেকদূর চলে গেছে তাঁর কবিতার শব্দ ।
ছোটবেলা থেকেই লেখার একটা ঝোঁক ছিলই ।
তারপর কলেজ পড়ার সময় থেকেই নিয়মিত চর্চা ।
ইতিমধ্যে তাঁর কাব্য গ্রন্থ বেরিয়ে গেছে এবং পাঠক মহলে সমাদৃত হয়েছে ।
শুধু শব্দ নয় তিনি রঙ তুলিতেও সিদ্ধহস্ত । তাঁর আঁকা দেখলে অবাক হতে হয় ।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
শিক্ষকতার পাশাপশি শিল্প চর্চা কাব্য সাধনা চালিয়ে যাচ্ছেন নিয়মিত ।
ছোট বড় সব পত্রিকায় তিনি লিখে চলেছেন ।
তাঁর লেখা আঁকা চলুক আরো অনেক দিন এই শুভ কামনা রইলো ।
Social Plugin