SER -20 :   আজ  দিনহাটা  ১ নং  ব্লকের    অন্তর্গত  ভেটাগুড়ি  ২ নং  গ্রাম পঞ্চায়েত  এর  শাকদল  গ্রামের   অসহায়  বাসিন্দা  নূর  মহম্মদ   এর  পাশে  দাঁড়ালো  দিনহাটা ১  নং ব্লকের   বিপর্যয় মোকাবিলা দপ্তর । 

দপ্তরের  পক্ষ  থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক  এর  নির্দেশে   ২৪ কেজি  করে  চাল ,  জামাকাপড়,   রান্নার বাসনপত্র ,  কুকার  প্রদান  করলেন ।