![]() |
pic source: pti |
রতন লাল নামে কনস্টেবলকে দিল্লির এসিপি গোকলপুরী অফিসে পোস্ট করা হয়েছিল।গোকালপুরীতে এই সহিংসতা হয়েছিল।
সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন উর্ধ্বতন কর্মকর্তা।
One Delhi Police head constable has lost his life and one DCP injured during clashes between two groups in Delhi's Gokulpuri.— ANI (@ANI) February 24, 2020
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির উপ-রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অন্যদিকে, অন্যদিকে আরও বেশ কিছু জায়গায় সহিংসতা দেখা দিয়েছে। জানা গেছে রাজধানীর ১০টি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
Social Plugin