pic source: iebengali

কলকাতা বইমেলায় শনিবার জনবার্তার স্টলের সামনে সিএএ-এনআরসি বিরোধী লিফলেট বিলি করার চেষ্টা করে একটি দল। এরা সকলেই বিভিন্ন ছোটপত্রিকা বা লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। অভিযোগ, লিফলেট বিলি করার সময়ে গেরুয়াপন্থী স্টল থেকে কিছু লোক বেরিয়ে এসে মারধর করে বিক্ষোভকারীদের। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজনকে গ্রেফতার করে।

এর জেরে বিক্ষুব্ধ জনতার একাংশ মেলায় বিধাননগর পুলিশের স্টলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। দাবি ছিল, ধৃতদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। এরপর ওই জমায়েত থেকেই ফের এক মহিলা সহ অন্তত দুজনকে গ্রেফতার করা হয়।

আরও অভিযোগ, ঘটনার ছবি তুলতে যাওয়ার সময় একাধিক চিত্রসাংবাদিকের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। এঁদের মধ্যে একজন মহিলা চিত্রসাংবাদিককেও নিগ্রহ এবং কটূক্তি করা হয় বলে দাবি করা হয়েছে।