কমিউনিজম এবং সুবোধকাকা
অতনু টিকাইৎ
উচ্চশিক্ষা নিতে গিয়ে মেধাবী ছেলে বখাটে হয়ে যায়। কমিউনিস্ট হয়ে যায়। কমিউনিজম একটা ছোঁয়াচে অসুখ। মনে করেন সুবোধ কাকা।
'গোল্লায় যাওয়ার রাস্তা ধরেছে ছেলেটা। যখন পেটে ভাত জুটবে না তখন বেরিয়ে যাবে কমরেড মারানো।' - খাবার চেয়ে হাত ধুতে ধুতে বলে কাকা।
আমাদের ছাদ থেকে কাকাদের উঠোন দেখা যায়।
'এখন চিৎকার করে পাড়া শুনিয়ে কাজ নেই। খোকা বাড়ি এলে বুঝিয়ে বলো।
ভাত বাড়া আছে। খেয়ে আমায় উদ্ধার করো'- রান্না ঘর থেকে কাকিমার আওয়াজ আসে।
বামপন্থা আর ডানপন্থার মধ্যে যে পার্থক্যটা আমি উপলব্ধি করি- বামপন্থী ছেলেটার ভবিষ্যৎ নিয়ে বাবামা'র চিন্তার অন্তঃ থাকবে না। যেমন শিশুবস্থা।
অপরদিকে ডানপন্থী ছেলেটা যে নিজের ভালো বেশ বোঝে তা আর কেউ না টের পাক, বাবা-মা ঠিক টের পেয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারে।
আমি আমার এই উপলব্ধিই কাজে লাগাই ভন্ড বামপন্থী নেতাদের চিনতে।
সুবোধ কাকা একজন সাধারণ পিতা যিনি চান ঐকিক নিয়মে হিসেব মিলুক। জীবন এগোক। যিনি চান এমন একটা দূরত্ব অবস্থান, যেখান থেকে শাসক বিরোধী প্রতিবাদ, হুঙ্কার, শাসকের কান অব্দি পৌছায় না।
অতনু টিকাইৎ
উচ্চশিক্ষা নিতে গিয়ে মেধাবী ছেলে বখাটে হয়ে যায়। কমিউনিস্ট হয়ে যায়। কমিউনিজম একটা ছোঁয়াচে অসুখ। মনে করেন সুবোধ কাকা।
'গোল্লায় যাওয়ার রাস্তা ধরেছে ছেলেটা। যখন পেটে ভাত জুটবে না তখন বেরিয়ে যাবে কমরেড মারানো।' - খাবার চেয়ে হাত ধুতে ধুতে বলে কাকা।
আমাদের ছাদ থেকে কাকাদের উঠোন দেখা যায়।
'এখন চিৎকার করে পাড়া শুনিয়ে কাজ নেই। খোকা বাড়ি এলে বুঝিয়ে বলো।
ভাত বাড়া আছে। খেয়ে আমায় উদ্ধার করো'- রান্না ঘর থেকে কাকিমার আওয়াজ আসে।
বামপন্থা আর ডানপন্থার মধ্যে যে পার্থক্যটা আমি উপলব্ধি করি- বামপন্থী ছেলেটার ভবিষ্যৎ নিয়ে বাবামা'র চিন্তার অন্তঃ থাকবে না। যেমন শিশুবস্থা।
অপরদিকে ডানপন্থী ছেলেটা যে নিজের ভালো বেশ বোঝে তা আর কেউ না টের পাক, বাবা-মা ঠিক টের পেয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারে।
আমি আমার এই উপলব্ধিই কাজে লাগাই ভন্ড বামপন্থী নেতাদের চিনতে।
সুবোধ কাকা একজন সাধারণ পিতা যিনি চান ঐকিক নিয়মে হিসেব মিলুক। জীবন এগোক। যিনি চান এমন একটা দূরত্ব অবস্থান, যেখান থেকে শাসক বিরোধী প্রতিবাদ, হুঙ্কার, শাসকের কান অব্দি পৌছায় না।
Social Plugin