করোনা থাবা বসালো শেয়ার সূচকে
চীনকে ছাড়িয়ে করোনা যেমন ছড়িয়েছে এশিয়ার বিভিন্ন দেশে তেমনি বাদ যায়নি মার্কিন মুলুক l এই করোনার থাবা এবার শেয়ার বাজারে l
মার্কিন শেয়ার সূচক ডাউ জোন্সকে রেকর্ড পরিমানে ডুবতে দেখে শুক্রবার ব্যাপক পতন দেখলো দালাল স্ট্রিটl যা 2008 সালের পর সর্বোচ্চ পতন l এই দিন বাজার খোলার পাঁচ মিনিটের মধ্যে সম্পদের প্রায় 8, 00000 কোটি টাকার পতন ঘটে l
বিনিয়োগকারীদের মূল উদ্বেগের কারণ করোনা খুব শীঘ্রই মহামারী হিসেবে ঘোষণা হবে l করোনা মহামারী হিসেবে তালিকাভুক্ত হলে বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বাদ থাকবে না ভারতীয় অর্থনীতিl প্রায় প্রত্যেকটি শেয়ার সূচক নিম্নমুখীl এর মধ্যে বিনিয়োগকারীরা 10, 00000 কোটি লোকসানে চলছেন l বিশ্বে করোনা আক্রান্ত প্রায় এক লক্ষ মানুষ, উৎস স্থান চীনে আক্রান্ত আশি হাজারেও বেশি সরকারি মতে, মৃত তিন হাজার l দক্ষিণ কোরিয়াতে নুতন করে 256 জন আক্রান্ত l চীনের বাইরে 2500 জন আক্রান্ত যার প্রভাবে বিশ্ব অর্থনীতি নিম্নমুখী l
Social Plugin