আজ বিনামূল্যে আলিপুরদুয়ার লায়ন্স আই হসপিটালের সহযোগিতায়,  আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রাম পূর্বকাঁঠাল বাড়ি কার্গিল মোড় এ  স্বপ্ন সোসাইটির  পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে দাঁতের চিকিৎসা শিবির এবং বিনামূল্যে  হোমিওপ্যাথি চিকিৎসা শিবির করা  হয়।

 আজকের এই চিকিৎসা শিবির এ প্রায় 200 অত্র এলাকার লোকজন এইসব  চিকিৎসার সুবিধা নেন। আজকের এই চিকিৎসাশিবির এ আলিপুরদুয়ার   লায়ন্স আই হসপিটাল থেকে উপস্থিত ছিলেন ডা. সমির কর্মকার,  অমিত দত্ত লায়ন্স আই হসপিটালের ক্যাম্প চেয়ারম্যান, রত্না বর্মন প্যাথলজিস্ট। দন্ত চিকিৎসক ডা কৌশিক দেব  এবং আলিপুরদুয়ার জেলা  হাসপাতালের  দন্ত চিকিৎসক ডা বৈদ্য এবং বিশিষ্ট হোমিওপ্যাথি  চিকিৎসক ডা রাজেশ উপাধ্যায়। 

আজকের এই চিকিৎসা শিবিরের শুভ সূচনা করেন আলিপুরদুয়ার কলেজের অধ্যাপক ড: জ্যোতিবিকাশ নাথ  এবং পূর্বকাঁঠাল বাড়ি গ্রামপঞ্চায়েত এর উপপ্রধান মাননীয় সৌরভ পাল। আজকের চিকিৎসা শিবিরের আর্থিক ভাবে সহযোগিতা করেন  স্বর্গীয় লিপিকা পালের  স্মৃতিতে   সৌরভ পাল। আজকে স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে  মাননীয় বিনায়ক নন্দী চক্ষু দানের অঙ্গীকার করেন।

স্বপ্ন সোসাইটির কর্ণধার তাপস বর্মন জানান অত্র এলাকার জনগণ বাদেও" পথ " বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীরা  এবং " পথ "  ইনক্লুসিভ মডেল স্কুল ছাত্র ছাত্রীরা  অংশগ্রহণ করেন। প্রতিটি ছাত্র ছাত্রীদের চোখ পরীক্ষা এবং দাঁত পরীক্ষা করে চিকিৎসার  ব্যবস্থা করা হয়। তাই সংস্থার তরফ থেকে  বিশিষ্ট চিকিৎসক দের এবং লায়ন্স হসপিটাল কে ধন্যবাদ জানিয়েছেন।