SER-10,ময়নাগুড়ি, ১৫ই ফেব্রুয়ারি ২০২০: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দিরে আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলা। এবং সরকারি ভাবে মেলা চলবে দশ দিন।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই জল্পেশ মেলা গোটা উত্তরবঙ্গের দ্বিতীয় এবং জলপাইগুড়ি জেলার সবথেকে বৃহত্তম মেলা নামে পরিচিত। মেলায় সমস্ত জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে।
জানা যায়, জলপাইগুড়ি জেলা পরিষদ পরিচালিত জল্পেশ মেলায় এই প্রথমবার মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদ। এবারের এই মেলায় এক দিন উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। সরকারি ভাবে মেলা চলবে দশ দিন তবে এবার মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় মেলায় উপস্থিত হলে মেলার সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানা যায়।
প্রত্যেক বারের মতো এবারও মেলাকে সুষ্ঠ ভাবে সফল করার জন্য মেলার উদ্যোক্তাদের পক্ষ থেকে কোন ক্ষামতি রাখা হচ্ছেনা। জল্পেশ মেলার জন্য জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে যেমন প্রস্তুতি চালানো হচ্ছে ঠিক তেমনই জল্পেশ মন্দির ও মন্দির চত্বর সাজিয়ে তোলার কাজ শুরু করে দিয়েছে জল্পেশ মন্দির ট্রাস্ট পোট।
জল্পেশ মেলাকে সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করতে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা পরিষদ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি,জেলা পুলিশ, দমকল, স্বাস্থ দপ্তর, বিদ্যুৎ বিভাগকে নিয়ে জরুরী বৈঠক সম্পূর্ণ হয়েছে। গত বারের থেকে এবার জল্পেশ মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও অনেক বেশি জোরালো করা হবে। এবং তার সাথে গোটা জল্পেশ মেলার পাশাপাশি মেলার আশেপাশের অংশগুলিকেও সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে।
ইতিমধ্যে জল্পেশ মেলার মাঠে পূর্নাথীদের জন্য অস্থায়ি পানিয় জল এবং শৌচাগার বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সেইসাথে জল্পেশ মন্দির থেকে জল্পেশ মেলার মাঠ যাওয়ার জন্য জর্দা নদীতে অস্থায়ি সাঁকোর কাজ শুরু করে দিয়েছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। অন্যদিকে মেলাকে ঘিরে মন্দির রং সহ বিভিন্ন কাজ জোর কদমে শুরু হয়েছে জল্পেশ মন্দিরে।জল্পেশ মেলার মাঠে নাগরদোলা সহ বিভিন্ন রকমের দোকানের কাজ শুরু করে দিয়েছে।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
Social Plugin