Pic source: etv bharat

পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে আন্দোলনের পথে নেমেছে। প্রাইভেট টিউটরদের অভিযোগ, সরকারি স্কুলের শিক্ষকরা সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি ভাবে গৃহশিক্ষকতা করে চলেছেন।

এরপর, স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর ব‍্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারী বা আধা সরকারী বিদ‍্যালয়ে কর্মরত শিক্ষকেরা ১০ই জানুয়ারী থেকে টিউশন পড়াতে পারবে না এমনই নির্দেশিকা জারি করেছে সরকার। 

প্রাইভেট টিউটর ও বিদ‍্যালয় শিক্ষকের দ্বন্দের মাঝে বিপাকে ময়নাগুড়ির পড়ুয়ারা। অভিভাবকদের কথায়, স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ করায় বাচ্চাদের পড়াশুনা লাঠে উঠেছে। তাই এবার, অভিভাবক ও ছাত্রছাত্রীরা পথে নেমেছে স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানোর দাবি নিয়ে। এদিন ময়নাগুড়ি শহরের সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিছিল করে ময়নাগুড়ি ট্র্যাফিক মোড়ে জমায়েত হয় ৷ সেখানেই পথ অবরোধ করে তারা ।তাঁদের দাবি, পুনরায় স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানোর অনুমতি দেওয়া হোক।

এক অভিভাবক জানায়, "আমরা চাই আমাদের বাচ্চারা ভালো পড়াশুনা করুক। স্কুল শিক্ষকরা প্রাইভেট না পড়ানোয় আমরা বেশ চাপে পড়ে গেছি। বিদ‍্যালয়ে কতটুকু পড়া হচ্ছে তাতে উপকার হচ্ছে না ছাত্রছাত্রীদের।"

অন‍্যদিকে, প্রাইভেট টিউটর সংগঠনের জেলা সভাপতি বিজয়কৃষ্ণ রায় বলেন, "অনেকদিন থেকে আন্দোলন করছি৷ কিন্তু সরকারি স্কুলের শিক্ষক যাঁরা বেআইনিভাবে গৃহশিক্ষকতা করছেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার৷ বেকার শিক্ষিত যুবকেরা প্রাইভেট টিউশন করার সুযোগ হারাচ্ছেন। " এভাবে যদি চলতে থাকে, সরকারি স্কুলের গৃহ শিক্ষকদের বিরুদ্ধে আদালতের দারস্থ হবেন বলে হুমকি দেন প্রাইভেট টিউটরদের সংগঠনের আঞ্চলিক সভাপতি বিজয়কৃষ্ণ রায়।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছান ময়নাগুড়ির BDO ফিন্টোস শেরপা। BDO সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।