বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস গড়ল ১১ বাঙালি যুব তারকা ক্রিকেটার। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে অনায়াসে হারালেন আকবর আলীরা। ৬ উইকেটে নিউজিল্যান্ডকে মাত দিয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি মহারণে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবেন প্রতিবেশি দল।
টসে জিতে এদিন বোলিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম ও ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব শুরুটা দারুণ করেন। ৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭৪ রানের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন ৪ কিউয়ি ব্যাটসম্যান। পেসারদের পর নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের তিন স্পিনার শামিম, রকিবুল ও মুরাদ। শামি ও মুরাদ নিয়েছেন ২টি করে উইকেট। ১টি উইকেট তুলেছে রকিবুল। এবং ৩টি উইকেট তুলেছে শরিফুল ইসলাম। পেস-স্পিনের সামনে টালমাটাল নিউজিল্যান্ডের হাল ধরেন বেকহাম হুইলার গ্রিনাল। ৮৩ বলে তার অপরাজিত ৭৫ রান নিউজিল্যান্ডের রানকে ভদ্রস্থ করেছে। নির্ধারিত ৫০ ওভারে কিউয়িরা তোলে ৮ উইকেট হারিয়ে ২১১ রান।
২১২ রান সহজ লক্ষ্য। কিন্তু ম্যাচটা সেমিফাইনাল। ফলে স্নায়ুর চাপ লক্ষ্যকে আরও কঠিন করে দেয়। চাপকে বশে রেখে বাংলাদেশের যুবারা কতটা খেলতে পারেন, সেটাই ছিল বড় প্রশ্ন। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান বেশিক্ষণ টিকতে পারেননি। তিন নম্বরে নেমে দলকে ভরসা দেন মাহমুদুল হাসান জয়। তরুণের ব্যাট থেকে এসেছে ঝকঝকে। সেঞ্চুরি ১২৭ বলে ১০০ রান করেন মাহমুদুল হাসান। তাঁকে যোগ্য সঙ্গ দেন তওহিদ হৃদয়। তিনি ৪৭ বলে ৪০ রান করে পেভিলওনে ফেরত যান। নামেন শাহদাত হোসেন। তিনি ৫১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ৪১.১ ওভারেই টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ। ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।
এবার ৯ ফেব্রুয়ারি মহারণে সামনা সামনি হতে চলেছে দুই প্রতিবেশী দেশের তরুন খেলোয়াড়রা। ক্রিকেট প্রেমীদের ক্রমশই উতফুল্ল করে তুলছে এই সমস্ত যুব খেলোয়াড়রা।
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই জোড়া শিক্ষক বিক্ষোভ কর্মসূচী আছড়ে পড়তে চলেছে বিকাশভবন চত্ত্বরে
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই জোড়া শিক্ষক বিক্ষোভ কর্মসূচী আছড়ে পড়তে চলেছে বিকাশভবন চত্ত্বরে
Social Plugin