কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না। http://wbnorthbengaldev.gov.in ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীকে নজর রাখতে হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. কম্পিউটার সায়েন্সে এমএসসি ফার্স্ট ক্লাস হলে অথবা বিটেক অথবা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইম্প্লিমেনশন সার্পোট সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
আবেদনকারীর অভিজ্ঞতা:
সফটওয়্যার ডেভেলপার হিসাবে কাজ করার ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনের ঠিকানা:
আগ্রহী প্রার্থীরা http://wbnorthbengaldev.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর তা নির্দিষ্ট ঠিকানায় আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। ঠিকানাটি হল: দ্য সেকশন অফিসার, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ সেক্রেটরিয়েট, উত্তরকন্যা, ফুলবাড়ি, জলপাইগুড়ি-৭৩৪০১৫। আগামী ১৭ ফেব্রুয়ারির বিকেল পাঁচটার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছনো আবেদনপত্রই কেবলমাত্র গ্রাহ্য করা হবে।


প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। কবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে http://wbnorthbengaldev.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ২৭ হাজার টাকা বেতন পাবেন।