![]() |
pic source: yatra.com |
উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স মিলিয়ে প্রায় ২৫০০ হোম স্টে আছে যেগুলোর মধ্যে ৫০০ হোম স্টে সরকার অনুমোদিত। রাজ্য পর্যটনকে আরও আকর্ষিত করতে এইসব হোম স্টে গুলোকে উৎসাহ ভাতা বা ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর।
এদিন বিধানসভায় পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, "উত্তরবঙ্গের মোট ২৫০০ হোম স্টে গুলোর মধ্যে সরকার অনুমোদিত ৫০০ হোম স্টে-কে আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য ১.৫ লক্ষ টাকা করে দেবে পর্যটন দফতর।"
পর্যটনমন্ত্রী আরও জানিয়েছেন, "সরকারের প্রাথমিক লক্ষ্য উত্তরবঙ্গের হোম স্টে গুলোর উন্নয়ন। তারপরই দক্ষিণবঙ্গের দিকে নজর দেওয়া হবে।"
Social Plugin