"একটা অপমান জনক যুগের অবসান হলো আজ।" মাধ্যমিকের প্রথমদিনের পরীক্ষা শেষে এভাবেই অনুভব ব্যক্ত করলেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ।
বেতন কাঠামো ঘোষণা না হলেও বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে ইনিভিজিলেটরের দায়িত্ব দেওয়া হয়। ভেনু সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয় এবারের মাধ্যমিক পরীক্ষায় পার্শ্বশিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য।
বর্তমানে প্রায় ৪৮,০০০ কর্মরত আছেন, কিন্তু প্রায় ১৫ বছরের অধিকাল কাজে নিযুক্ত থাকার পরও NCTE rule অনুযায়ী পার্শ্বশিক্ষকদের সকলেই উপযুক্ত যােগ্যতা (ডি.এল.এড.) অর্জন করলেও এখনও পর্যন্ত তাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা প্রদান করা হয় না, পারিশ্রমিক বা ভাতা প্রদান করা হয়। সাথে বিদ্যালয়ের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও ইনভিজিলেটরের দায়িত্বে রাখা হয়নি এতদিন।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK |
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK |
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com |
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222 |
Social Plugin