বিহার দেশের অন্যতম ১০টি রাজ্যের একটি হোক, এমনটাই চান রাজনৈতিক কৌশলবিদ তথা জেডিইউ-র অন্যতম মুখ প্রশান্ত কিশোর । সেজন্য তিনি একটি ক্যাম্পেন ও শুরু করেছেন গত ১৮ ফেব্রুয়ারি থেকে। যে ক্যাম্পেনের নাম “বাত বিহার কি”। 

এই ক্যাম্পেন নিয়ে যখন প্রশান্ত কিশোর অনেক স্বপ্ন দেখতে শুরু করেছেন তখনই তাঁর বিরুদ্ধে উঠল জালিয়াতির অভিযোগ। এই মর্মে পাটলিপু্ত্র তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন শাশ্বত গৌতম নামের এক ব্যক্তি। 

অভিযোগ, প্রশান্ত কিশোর ওই ব্যক্তির ভাবনা চুরি করে ক্যাম্পেন শুরু করেছেন। এমনকী, ক্যাম্পেনের নামটিও জালিয়াতি করে নেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পাটলিপুত্র থানার পুলিশ।

শাশ্বত গৌতমের অভিযোগ, তিনিও এমন একটি প্রকল্পে কাজ করছেন। প্রকল্পটির নাম “বিহার কি বাত”। যদিও আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন এখনও হয়নি। তবে খুব শিগগির হতে চলেছে। ঠিক তার আগেভাগেই তাঁর প্রকল্পের কনসেপ্ট চুরি করে “বাত বিহার কি” ক্যাম্পেন চালু করে দিলেন প্রশান্ত কিশোর।

তবে শুধু প্রশান্ত কিশোর নন, ওসামা নামের এক ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন শাশ্বত গৌতম। তিনি জানিয়েছেন, “বিহার কি বাত” প্রকল্পটিতে ওসামা-ও তাঁর সহকর্মী ছিলেন। বেশ কিছুদিন আগে ওসামা চাকরিটা ছেড়ে দিয়েছেন। শাশ্বত গৌতমের দাবি, এই ওসমা-ই কোনওভাবে জালিয়াতির সঙ্গে যুক্ত। তিনিই সম্ভবত প্রশান্ত কিশোরের সঙ্গে পরামর্শ করেই “বাত বিহার কি” চালুর ব্যবস্থা করেছেন। এদিকে জানা যাচ্ছে, “বাত বিহার কি” ক্যাম্পেন নিয়ে অনেকদিন ধরেই কাজ শুরু করেছেন প্রশান্ত কিশোর।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।